খুলনা সিটি কাপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ১২জন কাউন্সিলর প্রাথী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বর্তমানে মেয়র পদে প্রার্থী ৪জন, সংরক্ষিত ১০টি কাউন্সিলর পদে প্রার্থী ৩৯, সাধারণ ৩১টি কাউন্সিলর পদে প্রার্থী ১৩৬ জন। খুলনা সিটি কাপোরেশনের ১৩ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডে একজন করে প্রার্থী রয়েছেন।

তাই এ দু’টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ভোট হচ্ছে না। কাল ২৬ মে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা।

খুলনা সিটি কপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন এসব তথ্য জানিয়েছেন।