বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখরের গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ সংঘর্ষে ডেপুটি হাই কমিশনারের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। শুক্রবার (২৬ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন কামার আব্বাস নিজেই। সপরিবারে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন তিনি।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান রিসোর্টে যাওয়ার উদ্দেশে পরিবার নিয়ে ঢাকা থেকে রওনা দেন তিনি। বেলা ১১টা ১৫ মিনিটে ওই স্থানে পৌঁছালে হবিগঞ্জ থেকে ছাড়া ঢাকাগামী দুরন্ত পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৩-১৯৩২) বাসটির সঙ্গে ডেপুটি হাইকমিশনার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। খোখর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়িতে তার স্ত্রী রেহেনা সারোয়ার কাকার, মেয়ে হুদা আব্বাস খোকর, ছেলে মোহাম্মদ খোখর ছিলেন।

হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ডেপুটি হাইকমিশনারসহ তার পরিবারের সবাই সামান্য আহত হয়েছেন। বড় ধরনের কিছু হয়নি। বাসসহ হেলপার মো. সাইফুল ইসলামকে (৩০) আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিকাল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেল ব্যবস্থাপক দিশারী বলেন, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এখনও এসে পৌঁছাননি।