ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। তার দাবি নিহতরা সবাই বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য। রোববার (২৮শে মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিরেন সিং বলেন, মণিপুরের কয়েকটি এলাকায় শনিবার রাতে আট ঘণ্টারও বেশি সময় ধরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে পুলিশের কমান্ডোদের সংঘর্ষ হয়েছে। সন্ত্রাসীরা এম-১৬ ও একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ও স্নাইপার গান নিয়ে বেসামরিকদের ওপর হামলা চালায়। তারা অনেক গ্রামে ঢুকে পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে তাদের বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ নেয় নিরাপত্তা বাহিনী। এতে সহযোগিতা করছে সেনাবাহিনী।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি আজ ৪০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, জাতিগত সহিংসতায় এক মাস ধরে অশান্ত মণিপুরের সেকমাই, সুগনু, কুম্বি, ফায়েং এবং সেরু এলাকায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল শনিবার। এরপর সেখানে নিরাপত্তা বাহিনী বড় ধরণের অভিযান পরিচালনা করে। রোববারও বিভিন্ন এলাকা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়।

মুখ্যমন্ত্রী বিরেন সিং বলেছেন, বেসামরিকদের ওপর গত দুই দিনের সহিংসতা পরিকল্পিত এবং নিন্দনীয়।

প্রায় এক মাস ধরে বিভিন্ন ইস্যুতে মণিপুর রাজ্যের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মাঝে উত্তেজনা চলছে। চলতি মাসের শুরুর দিকে স্থানীয় কুকি উপজাতিরা তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে সমাবেশ ঘিরে ওই দিন পার্বত্য এই রাজ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। কয়েকদিনের সংঘর্ষে নিহত হয় অন্তত ৫৪ জন।