বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে আবারও সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে না হতে পারে সেজন্য সরকার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাজা দিচ্ছে। একতরফা কারচুপির নির্বাচনের পথে হাঁটছে সরকার। আজ মঙ্গলবার (৩০শে মে) বেলা সাড়ে ১১টার দিকে শেরে বাংলা নগর এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকারের শুভবুদ্ধি উদয় হওয়ার সম্ভাবনা নেই। একমাত্র জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে আইনের শাষণ, গণতন্ত্রের শাসন, গণতন্ত্র ব্যবস্থা ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে হবে।’ যেকোনও মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও ঘোষণা দেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘আজ এমন এক সময়ে এই মহান নেতার (জিয়াউর রহমান) শাহাদাৎবার্ষিকী পালন করতে যাচ্ছি, যখন বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা একদলীয় শাসনব্যবস্থার যাতাকলের মধ্যে পড়েছে। যখন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’
যেকোনও মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে আমরা শপথ নিয়েছি, যেকোনও মূল্যে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করবো। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের তরুণ নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনবো। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এই হচ্ছে আজকের শপথ তত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে।’
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।