আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শেষ হয়েছে। যেখানে রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। এবার সাদা বলের সিরিজে মুখোমুখি হবে দুই দল। যেখানে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ সিরিজ। একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। আসন্ন এই ওয়ানডে সিরিজের জন্য চমক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আর এই দলে দুই বছর পর জায়গা পেয়েছেন ওপেনার নাইম শেখ। সেই সঙ্গে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব।

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে মাঠে বাইরে ছিলেন তিনি। তবে আসছে সিরিজেই আবার দলে ফিরছেন তিনি।

এদিকে একমাত্র টেস্টে কোমরের ব্যাথার কারণে শেষ মুহুর্তে দল থেকে ছিটকে যান ওপেনার তামিম ইকবাল। তার সেরে ওঠার ব্যপারে নিশ্চয়তা না থাকলেও দলে রাখা হয়েছে তাকে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ।