ইউরো বাছাই পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। আক্রমণে ভরা ম্যাচটিতে রোনালদো গোল না পেলেও বড় জয় পেয়ে শুভসূচনা করেছে পর্তুগাল। ঘরের মাঠ লিসবনে জোড়া গোল করেন ব্রুনো ফের্নান্দেস।

ইউরো বাছাইপর্বে এ নিয়ে ৩ ম্যাচ খেলে ৩ টিতেই জয় পেয়েছে পর্তুগাল। ফলে ৯ পয়েন্ট নিয়ে জে গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। বার্নার্দো সিলভা প্রথমে দলকে এক গোলের লিড এনে দেয়ার পর দ্বিতীয়ার্ধ্বে আরও দুই গোল করে পর্তুগাল। তবে এদিন প্রতিপক্ষের জালে বল জড়িয়েও গোল পাননি রোনালদো।

বসনিয়ার বিপক্ষে ঘরের মাঠে এ ম্যাচে প্রথম ২০ মিনিট এলোমেলো ফুটবলই খেলেছে রোনালদোরা। ফলে গোলও হজম করতে বসেছিল তারা। বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বরিসিচের বাড়ানো বলে প্রায় গোল হতে বসেছিল। কিন্তু শেষ সময়ে তা ফেরাতে সমর্থ হন পর্তুগীজ গোলরক্ষক দিয়েগ কস্তা।

এরপর ম্যাচের ২৪ মিনিটে দেখা যায় রোনালদো ঝলক। সতীর্থের বাড়ানো পাসে শূণ্যে লাফিয়ে দারুণ এক হেডে প্রতিপক্ষ্যের জালে বল পাঠান তিনি। কিন্তু সে সময় অফসাইডে পজিশনে থাকায় গোলবঞ্চিত হন তিনি। এরপর আরও একটি গলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন রোনালদো। ৩৬ মিনিটে রোনালদোর দেয়া পাসে জোরালো শট নেন জোয়াও ফেলিক্স। তবে বসনিয়ান গোল রক্ষকের ক্ষিপ্রতায় আবারো গলের দেখা পেতে ব্যর্থ হয় পর্তুগাল।

ম্যাচের ৪৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় পর্তুগাল। রোনালদোর বাড়িয়ে দেয়া বল ব্রুনো ফার্নান্দেস ঠেলে দেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড বার্নার্দো সিল্ভার দিকে। আর এ পাসেই দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন সিলভা।

এক গোলের লিড নিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধ্বেও আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে রবার্তো মার্তিনেজের শিষ্যরা। ৭৭ মিনিটে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন ব্রুনো ফার্নান্দেস। ম্যাচের শেষদিকে দারুণ এক শটে গোল করার সম্ভাবনা তঈরি করেছিলেন বসনিয়ার ফুটবলার। তবে ফোলরক্ষকের ভূমিকায় এবারো বেঁচে যায় পর্তুগাল।

এদিকে যোগ করা সময়ের শেষদিকে আরও এক গোলের দেখা পায় পর্তুগাল। রোনালদোদের হয়ে তৃতীয় গোলটিও করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফার্নান্দেস। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি তারা জিতে নেয় তিন শূন্য গোলের ব্যবধানে। ইউরো বাছাই পর্বে এবার তিন ম্যাচ খেলে একটিও গোল হজম করেনি পর্তুগাল। উল্টো প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১৩ টি।