কক্সবাজার শহরে অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় ইয়াসিন আরাফাত (২২) নামে এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। মঙ্গলবার (২৭ জুন) রাত ১টার দিকে কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন মিয়ানমারের নাগরিক। ক্যাম্প থেকে পালিয়ে এসে বাবা ও মাকে নিয়ে পাহাড়তলীর ইসলামপুরের একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ওমর জাহিদ চৌধুরী বলেন, রাত ২টার দিকে কক্সবাজার শহরের পাহাড়তলীতে পাহাড় ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে ঘণ্টাখানেক প্রচেষ্টার পর ধসে পড়া মাটি খুঁড়ে একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।