ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়েতে বিয়েবাড়ির বাসে ভয়াবহ আগুন লেগে ২৫ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আট জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রের ইয়াবত্মাল থেকে পুণে যাচ্ছিল বাসটি। যাতে ৩৩ জন যাত্রী ছিলেন। শুক্রবার রাত ২টার দিকে বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়।
পুলিশ জানিয়েছে, বাসটি এক্সপ্রেসওয়ের একটি খাম্বায় ধাক্কা খেয়ে উল্টে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়। বাসটির বেঁচে যাওয়া চালক জানিয়েছেন, একটা চাকা ফেটে যাওয়ার পর বাসটি ছুটে গিয়ে খাম্বায় ধাক্কা খায়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় বুলধানা জেলার পুলিশ সুপার সুনিল কদসানি জানিয়েছেন, এ ঘটনায় আগুন পুড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটির চালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এই মুহূর্তে নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বাস দুর্ঘটনায় হতাহতের এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।