নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি নামের নতুন দুটি দলকে নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার (১৬ই জুলাই) দুপুরে নির্বাচন ভবনে কমিশন সভায় নতুন দল নিবন্ধনের খসড়া তালিকা চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, সংক্ষিপ্ত তালিকায় ১২টি দলকে রাখা হয়েছিলো। কিন্তু ১০টি দলের নির্বাচন কমিশনে জমা দেয়া তথ্যের সাথে মাঠের তথ্যের মিল পায়নি ইসি তাই তাদের বাদ দেয়া হয়েছে।
তালিকায় বাকি ১০টি রাজনৈতিক দলের নাম হচ্ছে- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডি)।
নতুন দুটি দলের বিষয়ে আগামীকাল পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেয়া হবে।