বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, তাই এখনই ক্ষমতা ছাড়ুন।” তিনি বলেন, আজকের এই কর্মসূচি শুধু পদযাত্রাই নয়, এটি ‘বিজয় যাত্রা’।মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনই তাদের পদত্যাগ করতে হবে।

আজ মঙ্গলবার (১৮ই জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গতকাল ঢাকায় নির্বাচনের তামাশা দেখেছি। আবারও পরিষ্কার করে বলছি, এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।

তিনি বলেন, এসব তামাশা করে আর কোনো লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এই ধরনের ভোট আর হতে দেওয়া হবে না।

আজ যে আন্দোলন শুরু হয়েছে, এর মাধ্যমে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, শোভযাত্রাটি মিরপুরে পৌঁছালে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।

রাজধানীর মিরপুরে বাংলা কলেজের সামনে বিএনপি’র পদযাত্রা পৌঁছলে হঠাৎ ইটপাটকেল নিক্ষেপ হয় মিছিলে। এতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সড়কে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। থেমে থেমে চলে দু’পক্ষের ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে থমথমে পরিস্থিতির মধ্যেই আবারও চলতে থাকে পদযাত্রা।

এর আগে গাবতলীতে পদযাত্রার উদ্বোধনী সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

গাবতলী থেকে শুরু হওয়া পদযাত্রায় এদিন মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। হাজারো নেতাকর্মীর মিছিলটি মিরপুর ১, মিরপুর ১০ নম্বর গোল চত্বর হয়ে কাজীপাড়া, আগারগাঁও, কাওরান বাজার, মগবাজার, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল হয়ে, রায় সাহেব বাজারে গিয়ে শেষ হবে।