দেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী ২৯ জুলাই (১০ মহররম) শনিবার পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৫ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণ করতে এ সভার আয়োজন করে।

প্রসঙ্গত, হিজরি ৬১ সালের ১০ই মহরম মহানবী হযরত মুহম্মদ (স.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবার বর্গ ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন। কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরা।

সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য আশুরার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখ অসংখ্য ঘটনার সাক্ষী। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে আশুরার দিনে। তবে ঐতিহাসিক কারবালার ময়দানের ঘটনা আশুরাকে শোকাবহ করে তুলেছে।

আমাদের দেশে সাধারণত শোকের আবহেই পালিত হয় আশুরা। এদিন সরকারি ছুটি থাকে। শিয়া সম্প্রদায় এদিন তাজিয়া মিছিল বের করে। ধর্মপ্রাণ মুসলিমরা এদিন রোজা রাখেন এবং বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে কাটান।