রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে যুদ্ধ। এ যুদ্ধে দুই পক্ষেরই ক্ষতি হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে ইউক্রেনের। এবার রাশিয়া ইউক্রেনকে নতুন হুমকি দিলো- তারা বলেছে কৃষ্ণসাগরে জাহাজ ঢুকলেই হামলা চালাবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে কৃষ্ণসাগরে কোনো জাহাজ প্রবেশ করলে সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। স্থানীয় সময় বুধবার এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া শর্ত পূরণ না করায় কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে এসেছে দেশটি। এক বছর আগে ২০২২ সালের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি হয়। চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে গত ১৭ই জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। পরে রাশিয়া জানায় তারা আর চুক্তির মেয়ার বাড়াবে না।
এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সামুদ্রিক মানবিক করিডোর বন্ধ হওয়ায় আজ (২০শে জুলাই) রাত ১২টা থেকে, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রভর্তি কার্গোবাহী হিসেবে ধরা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে সেসব দেশকে ইউক্রেনের পক্ষে ও যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে। এতে আরও বলা হয়েছে, কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তরপূর্ব এবং দক্ষিণপূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।