ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে দুই কুকি নারীর ওপর করা যৌন নিগ্রহের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় বিক্ষোভে উত্তাল দেশটি। ভিডিওতে, সঙ্গবদ্ধভাবে যৌন নিগ্রহের পর তাদের বিবস্ত্র করে ক্যামেরার সামনে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যেতে দেখা যায়। এঘটনায় বাঁধা প্রদান করায় নির্যাতিত এক নারীর কিশোর ভাইকে হত্যা করা হয়।
গত তেসরা মে মণিপুরে জাতিগত সহিংসতার শুরুর একদিন পর এই ঘটনা ঘটায় মেতৈয় গোষ্ঠী। তবে গত বুধবার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসে। এতে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দোষীদের ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, এ ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ না নিলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নেবে। ইতোমধ্যেই এ ঘটনার প্রধান অভিযুক্তসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। প্রায় এক হাজার স্থানীয় বাসিন্দার একটি দল এ ঘটনা ঘটিয়েছে বলেও জানান তারা।