জামালপুর সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকরিয়া ওই ইউনিয়নের সাদ্দাম হোসেনের মেয়ে ও আতিয়া এরশাদ হোসেনের মেয়ে। তারা নুর এ মদিনা কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
জানা যায়, দুপুরে বাড়ির পাশে ইটভাটার ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায় দুই শিশু। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। দুই শিশু স্থানীয় নুর এ মদিনা মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌমিত্র কুমার বণিক সাংবাদিকদের বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার পর ইসিজি করে মৃত ঘোষণা করা হয়।