গতবছর নেপালে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশকে সম্মান এনে দেওয়া সাবিনারা এবার রাষ্ট্রীয় সম্মান পেতে যাচ্ছেন। এবার ২০২৩ সালে এই পদক পাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২১ সাল থেকে প্রতিবছর নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করে আসছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এই সংক্রান্ত চিঠি দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা একটি চিঠি পেয়েছি। সেই চিঠিতে নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলকে বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খেলোয়াড় এবং পুরো কোচিং স্টাফদের পদক দেয়া হবে। ’
৮ আগস্ট রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রদান করে।