বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকা সফররত ইইউ’র মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোরের সাথে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইমোন গিলমোর। এরপর শাহরিয়ার আলম আরও বলেন, সব দলকে নির্বাচনে নিয়ে আসার ব্যাপারে তার সাথে কথা হয়নি। বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে ইইউর স্বচ্ছ ধারণা আছে, এর ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবে নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে।
এক সপ্তাহের সফরে সোমবার বাংলাদেশে আসেন ইউরোপিয় ইউনিয়নের মানবাধিবার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। মঙ্গলবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সংগে বৈঠক করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নরে রাষ্ট্রদূতসহ আরও কয়েকজন।
আইনমন্ত্রীর সাথে বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন, শ্রম অধিকার আইন নিয়ে প্রতিনিধি দলটি তাদের পর্যবেক্ষণ মন্ত্রীকে জানান পরে তারা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর বলেন, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। এই সম্পর্ক জোরদারে শ্রম অধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে এটা ভালো খবর।
সচিবালয়ে যাবার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন ইইউ’র এই বিশেষ প্রতিনিধি। বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে ও পরে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতাসহ সার্বিক পরিস্থিতি নজরে রাখবে ইইউ।
ইউরোপিয় ইউনিয়ন মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় ইইউ। সম্প্রতি নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশ সফর করে যাওয়া ইইউর স্বাধীন বিশেষজ্ঞ দল ব্রাসেলসে প্রতিবেদন দিবে। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ইইউ।
এর আগে কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের সংঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের বিষয় নিয়ে পরে দুজনেই কথা বলেন গণম্যাধ্যমের সংগে।
দিনের শুরুতেই ইউরোপিয় ইউনিয়নের মানবাধিকার-বিষয়ক এই বিশেষ প্রতিনিধি যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেনর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও ইমন গিলমোর নাগরিক সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় ও ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সংগেও মত বিনিময় করবেন।