ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫শে জুলাই) ইতালির রাজধানী রোমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
এর আগে ইতালির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্বাগত জানান এবং সেখানে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়।
বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।
শ্রমিক ইস্যুতে আলাপকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, এখানে বাংলাদেশি শ্রমিকরা খুব ভালো কাজ করছে। তারা যথেষ্ট বিশ্বাসযোগ্য।
ইতালি বৈধ পথে শ্রমিক চায় জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমরা অবৈধ শ্রমিক চাই না। ইতালির জনগণ এটা চায় না। ইতালি সরকার এ নিয়ে চাপে আছে। ইতালি বৈধ পথে বাংলাদেশ থেকে জনশক্তি চায়। এটা বড় একটি ইস্যু।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈধ এবং অবৈধ বাংলাদেশি জনশক্তি উভয়ই দুই দেশের অর্থনীতির জন্য কাজ করছে।
তিনি বলেন, বাংলাদেশ অবৈধ অভিভাসনকে নিরুৎসাহিত করে।
বাণিজ্য-বিনিয়োগ বিষয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল এবং ৩৯টি হাই-টেক পার্ক স্থাপন করছে।
শেখ হাসিনা ইতালিকে এসব বিশেষ অঞ্চল ও পার্ক বিনিয়োগ করার আহ্বান জানান এবং ইতালিকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দেন।
ইতালির প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
ইতালির পক্ষ থেকে বলা, যৌথ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ইতালি ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য আমদানি প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন।
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনে সহযোগিতা করতে ইতালিকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জর্জিয়া মেলোনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং বলেন, তিনি অবশ্যই বাংলাদেশ সফর করবেন।
বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক বিনিময় হয়।
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।