বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। এই মহাসমাবেশে সারাদেশ থেকে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশ শুরু হয়।

র আগে দুপুর ১টার দিকে বৃষ্টি নামলেও নেতাকর্মীরা সমাবেশস্থলেই অবস্থান করেন। এখানে জুম্মার নামাজ আদায় করেন আগত নেতাকর্মীরা। আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীর ঢল নেমেছে। লোকে লোকারণ্য হয়ে গেছে বিএনপির এ সমাবেশ। নয়াপল্টন যেন আজ জনসমুদ্র।

বিএনপি ঢাকায় মহাসমাবেশ করে সরকার পতনের একদফার আন্দোলনকে ত্বরান্বিত করতে ও নতুন কর্মসূচির ঘোষণা দিবে আজ। এ মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই ছুটে আসছেন নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুগপৎ ধারায় ঘোষিত এক দফা-  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটির মহাসমাবেশ ও যুগপৎ আন্দোলন-সংগ্রামে শরিক দলগুলোর সমর্থন রয়েছে।

সকাল থেকেই মহাসমাবেশেকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায়। এ সময় নেতাকর্মীদের সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।