একদফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (২৯শে জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা রয়েছে বিএনপির। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর প্রবেশমুখগুলোতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিএনপি যেসব এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সেসব এলাকায় জলকামান, সাঁজোয়া যান নিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন।
শনিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। সকাল থেকে যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অবস্থান নেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনে বিএনপি কিংবা আওয়ামী লীগকে অনুমতি দেওয়া হয়নি বলে শুক্রবার রাতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।