আফগানিস্তান সিরিজের পর দীর্ঘ বিরতি পেয়েছে জাতীয় দলের ক্রিকেটাররা। বেশ কয়েকজন অবশ্য সময়টা কাজে লাগিয়ে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি লিগেও। এবার শুরু হচ্ছে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ব্যস্ততা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৩১ জুলাই) শুরু হয়েছে বিশেষ অনুশীলন ক্যাম্প। এশিয়া কাপ সামনে রেখে শুরু করা ক্যাম্পে প্রথমদিন অবশ্য হয়নি কোনো অনুশীলন।

প্রথম ধাপে নিজেদের ফিটনেস ঝালিয়ে নেয়ার পর বৃহস্পতিবার হবে একটি পরীক্ষা। এই পরীক্ষা শেষ হওয়ার দুদিন পর ২১ থেকে ২২ জন ক্রিকেটার নিয়ে শুরু হবে এশিয়া কাপের মূল ক্যাম্প। রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এসব কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে, তামিমের মেডিকেল রিপোর্ট হাতে পাবার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।

প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারী, রেজাউর রহমান রাজা, রনি তালুকদার, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানজিদ তামিম।