বার্সেলোনা ছাড়ছেন উসমান দেম্বেলে। স্বদেশী ক্লাব পিএসজির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দলবদল সংক্রান্ত বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাচ্ছেন উসমান দেম্বেলে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী উইঙ্গার ৫ বছরের চুক্তিতে স্বদেশি ক্লাবে নাম লেখাচ্ছেন। তাকে পেতে পিএসজিকে দিতে হবে ৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকার কাছাকাছি। দেম্বেলে পিএসজিকে মৌখিক সম্মতি দিয়েছেন বলেও দাবি করেছেন রোমানো। পিএসজিও চিঠি দিয়ে বার্সাকে বিষয়টি নিশ্চিত করেছে।
২০১৭ সালে জার্মান ক্লাব ডর্ট্মুন্ড থেকে প্রায় ১৩০০ কোটি টাকায় দেম্বেলেকে নিয়ে আসে বার্সেলোনা। তবে যে উদ্দ্যেশ্যে তাকে আনা হয়েছিল, সেটি পূরণে ব্যর্থই বলা চলে তাকে। গত ছয় বছরে মাঠের চেয়ে হাসপাতালের বিছানাতেই দেম্বেলের বেশি সময় কেটেছে। একের পর এক চোট তাকে বার্সেলোনার হয়ে সেরাটা মেলে ধরতে দেয়নি।
গুঞ্জন আছে, দেম্বেলেকে পিএসজির কাছে বিক্রি করে দিয়ে ম্যানচেস্টার সিটি থেকে বের্নার্দো সিলভাকে আনতে আগ্রহী বার্সা কোচ জাভি হার্নান্দেজ।