গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিয়া হিয়া ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসফিয়া জাহান রিতু।
আজ দুপুর ১টার দিকে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোবারক হোসেন, সাবেক ভিসি প্রফেসর ড. শাহজাহান, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. কামরুজ্জামানসহ শিক্ষকরা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনায় বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ড. কাজী ইসমাই্ল হোসেন দুই শিক্ষার্থীকেই মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।