ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে ২ মাস বাকি রয়েছে। ভারতে চলতি বছরের ৫ অক্টোবর টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিশ্ব ভ্রমণে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেই ধারাবাহিকতায় আজ রাতে বাংলাদেশে ট্রফি আসছে। বাংলাদেশে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি থাকবে তিনদিন। সোমবার দুপুরে পদ্মাসেতুতে বিশ্বকাপ ট্রফি’র ফটোসেশন হবে।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আসর বসবে। বিশ্বকাপ ক্রিকেটে এই আসরে অংশ নেবে ১০টি দল। ইতোমধ্যেই খেলার সূচি চূড়ান্ত হয়েছে। এখন আয়োজক দেশ ভারত থেকে বিভিন্ন দেশে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফির যাত্রা চলছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা ঘুরে এবার বিশ্বকাপ ট্রফি আসবে বাংলাদেশে। রোববার মধ্যরাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি ঢাকায় আনা হবে। বিমানবন্দরে ট্রফিটি গ্রহণ করতে যাবেন ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সেখান থেকে বাক্স মোড়ানো অবস্থায় বিশ্বকাপ ট্রফিটি নেয়া হবে হোটেলে।

সোমবার দুপুরে ট্রফিটি নেয়া হবে পদ্মা সেতুতে। বাংলাদেশের গর্বের প্রতীক পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি নিয়ে একটি ফটোসেশনের আয়োজন করেছে বিসিবি। আগামী মঙ্গলবার বিশ্বকাপ ট্রফি নেয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়, বিসিবি পরিচালক, কর্মকর্তা, কোচিং স্টাফরা ট্রফি দেখার ও পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পাবেন।

বুধবার সকাল থেকে ক্রিকেট অনুরাগীদের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে বসুন্ধরা শপিং কমপে¬ক্সে। সেখানে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবে ক্রিকেট প্রেমীরা। বেশি সংখ্যাক ক্রিকেট প্রেমি যেনো বিশ্বকাপ ট্রফি দেখতে পারে সেজন্যই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এটি রাখা হচ্ছে। ওই দিন রাতেই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে।