কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পর্দা নেমেছে গেল রোববার দিবাগত রাতেই। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়েল টাইগার্স। যদিও ফাইনালে মাঠে ছিলেন না টাইগার এই ক্রিকেটার। এছাড়া ফাইনালে মন্ট্রিয়ালের প্রতিপক্ষ ছিল আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের সারে জাগুয়ার্স।
তবে সাকিবের দলের কাছে এবারের আসরে ৫ উইকেটে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিটনের দলকে। এদিকে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার একদিন না যেতেই কানাডার টরোন্টো থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন লিটন।
ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মন্ট্রিয়েল। মোহাম্মদ হারিসকে নিয়ে দারুণ শুরু করেছিলেন যতিন্দর সিং। তবে দলীয় ৩৫ রানে আউট হন হারিস। এরপর নামেন লিটন দাস। তবে এদিনেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৩ বলে করেছেন ১২ রান। তার আউটের পর নিয়মিত উইকেট হারাতে থাকে সারে।
জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই মোহাম্মদ ওয়াসিমকে হারায় মন্ট্রিয়েল। এরপর অধিনায়ক ক্রিস লিনকে নিয়ে এগিয়ে জেতে থাকেন শ্রীমন্ত উইজেয়ারত্নে। তবে দলীয় ৩৫ রানে কাটা পরেন উইজেয়ারত্নে। এরপর ছোট ছোট জুটিতে এগিয়ে জেতে থাকে মন্ট্রিয়েল। তবে শেষ মুহূর্তে ম্যাচ জমে উঠে।