কলম্বিয়াকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শনিবার স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ২-১ গোলে জয় পেয়েছে ইংলিশরা। ভাগ্য ভালো শুরুতে পিছিয়ে পড়লেও পরে ২-১ গোলের জয় নিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। টানা তৃতীয় সেমিফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড কখনো ফাইনালের মঞ্চে যেতে পারেনি।
এবারের বিশ্বকাপে বেশ চমক জাগিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া। তাদের চমক বজায় ছিল আজও। এবারের বিশ্বকাপে রীতিমতো সব দলকে নাস্তানাবুদ করা ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দিয়েছিল লাতিন আমেরিকার দেশটিই। খেলার ৪৪তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। গোল করেন লেইসি সান্তোস।
তবে সে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দলটি। প্রথমার্ধের ইনজুরি টাইমে ইংল্যান্ডের রুশো জোড়ালো শট নেন পোস্টে। সে শট কলম্বিয়া গোলরক্ষক ক্যাটালিনা পেরেজ আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। বল তাঁর নাগাল থেকে বেরিয়ে আসার পর কাছাকাছি থাকা লরেন হেম্প জালে জড়িয়ে দেন।
দ্বিতীয়ার্ধে এই স্কোরলাইনটা ২-১ বানিয়ে দেন রুশো। ম্যাচের ৬৩ মিনিটে বক্সের ভেতরের দিকে আসা বল ডিফেন্ডারদের এড়িয়ে আয়ত্তে নিয়ে মাপা শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠিয়ে দেন রুশো। শেষ পর্যন্ত এই গোলটিই হয়ে ওঠে ফল নির্ধারক। কারণ বাকি সময়ে গোলের দেখা পায়নি আর কেউই।
এর আগে আজকের অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। ১৬ই আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।