বৃষ্টি-বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি এবং কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার জন্য নতুন সূচি প্রকাশ করা হয়েছে। রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়।
এতে বলা হয়, ১৭ই আগস্টের বাংলা প্রথমপত্রের পরীক্ষা ২৭শে সেপ্টেম্বর, ২০শে আগস্টের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা পহেলা অক্টোবর, ২২শে আগস্টের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা তেসরা অক্টোবর এবং ২৪শে আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ৫ই অক্টোবর নেয়া হবে।
এছাড়া, মাদ্রাসা শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো যথাক্রমে পহেলা অক্টোবর, তেসরা অক্টোবর, ৫ই অক্টোবর ও ৮ই অক্টোবর অনুষ্ঠিত হবে।
এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির (বিএম/বিএমটি) স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময় সূচি হচ্ছে ১৭, ১৯, ২১, ২৪ সেপ্টেম্বর। এছাড়া, একই বোর্ডের অধীনে একাদশ-দ্বাদশের ডিপ্লোমা-ইন-কমার্সের স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময় হচ্ছে যথাক্রমে ৭, ১০, ১২ ও ১৪ই সেপ্টেম্বর।