বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের- বিএসএমএমইউ চিকিৎসক অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দিয়ে জামায়াতে ইসলামী তাদের নোংরা ও সন্ত্রাসী চিন্তার বহিঃ প্রকাশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার (১৬ই আগস্ট) দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা এখনো জঙ্গি একবারে নির্মূল করতে পারিনি। কিন্তু জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করার জন্য জঙ্গিবাদের উত্থান হয়েছিল। এখানে বাংলা ভাই, শায়খ আব্দুর রহমানের মতো অনেক জঙ্গি দেখেছেন। সে রকম ভাবেই ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনা ঘটায় জঙ্গিরা। এ হামলার মধ্য দিয়ে তারা জানান দিয়েছে যে দেশে জঙ্গি আছে। আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে জঙ্গিবাদকে নিষ্ক্রিয় করছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মিসেস ইয়াসমিন কামাল প্রমুখ।