লিওনেল মেসির ক্যারিয়ারে সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। যুক্তরাষ্ট্রের লিগ্স কাপ ফুটবলের ফাইনালে নাশভিলকে হারিয়ে শিরোপা জিতেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি ফুটবল ক্লাব। জিওডিস পার্ক স্টেডিয়ামে ইন্টার মিয়ামি টাইব্রেকারে ১০-৯ গোলে হারিয়েছে নাশভিলকে। এই জয়ের ফলে লিগ্স কাপ ফুটবলে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ইন্টার মিয়ামি ফুটবল ক্লাব।
ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ জেতার মধ্য দিয়ে একটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ব্যক্তিগত শিরোপা জয়ে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
যুক্তরাষ্ট্রের লিগ্স কাপ ফুটবলে শিরোপা জয়ের স্বাদ আগে কখনো পায়নি ইন্টার মিয়ামি ফুটবল ক্লাব। এবারের মৌসুমে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে দলে পেয়ে সেই শিরোপা খড়াই কাটালো ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মিয়ামি। নাশভিলের জিওডিস পার্ক স্টেডিয়ামে শনিবার লিগ্স কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক নাশভিল এবং ইন্টার মিয়ামি ফুটবল ক্লাব।
খেলার প্রথমার্ধের ২৩ মিনিটে গ্যালারির হাজারো দর্শককে উলাসে ভাসিয়ে দলের পক্ষে লিওনেল মেসি গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মিয়ামি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৭ মিনিটে ফাফা পিকল্টের গোলে সমতায় ফেরে নাশভিল।
এদিকে, খেলার বাকি সময় আর কোন দল গোল না করতে পারলে ১-১ গোলের সমতায় থেকে শেষ হয় খেলার নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ও কোন দল গোল না করতে পারলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারের রমাঞ্চকর লড়াইয়ে নাশভিলের বিপক্ষে ১০-৯ গোলের জয় দিয়ে শেষ হাসি হাসে ইন্টার মিয়ামি ফুটবল ক্লাব।