লঙ্কান প্রিমিয়ার লিগ-এলপিএলের ফাইনালে ডাম্বুলা অরার মুখোমুখি হয়ে জয় তুলে নিয়েছে বি লাভ ক্যান্ডি। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৫ উইকেটের জয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে দলটি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কাল আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ডাম্বুলার। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার আভিস্কা ফার্নান্দোকে হারায় তারা। তবে এরপর আরেক ওপেনার কুশল মেন্ডিসের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন সাদিরা সমরবিক্রমা। ২৩ বলে ২২ রান করে মেন্ডিস এবং ৩০ বলে ৩৬ রান করে সমরবিক্রমা আউট হলে দলের হাল ধরেন কুশল পেরেরা এবং ধনঞ্জায়া ডি সিলভা।

পেরেরা ২৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেললেও ধনঞ্জায়া আউট হয়েছেন তিন ছয়ে ২৯ বলে ৪০ রান করে। ফলে নির্হদ্রাইত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৭ রানের সংগ্রহ গড়ে ডাম্বুলা।

এদিকে লক্ষ্য তাড়া করতে গতকাল শুরুটা দুর্দান্ত করেছিল ক্যান্ডির দুই ওপেনার। কামিন্ডু মেন্ডিসকে সঙ্গে নিয়ে মোহাম্মদ হারিস স্কোরবোর্ডে যোগ করেন ৪৯ রান। হারিস ২২ বলে ২৬ রান করে আউট হলেও মেন্ডিস ফিরেছেন স্কোরবোর্ডে আরও ৪৫ রান যোগ হওয়ার পর।

এরপর দ্রুত দীনেশ চান্দিমাল এবং চতুরঙ্গ ডি সিলভার উইকেট হারালেও দলের জয় ঠিকই নিশ্চিত করেছেন অধিনায়ক এঞ্জেলো ম্যাথিউস। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আসিফ আলীর ২ চার এবং ১ ছয়ের ১০ বলে ১৯ রানের এক কযামিও ইনিংস।

শেষ পর্যন্ত ডাম্বুলার দেয়া লক্ষ্য পাঁচ উইকেট আর ১ বল হাতে রেখেই পেরিয়ে যায় ক্যান্ডি। এতে করে লঙ্কান লিগের ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে দলটি।