রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির একটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইউক্রেন। বিবিসি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-টু বিমানঘাঁটিতে টুপোলেভ টু-২২ যুদ্ধবিমান পুড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান ধ্বংসের কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নভোগোরোদ অঞ্চলের সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি বিমানের ক্ষতি হয়েছে। তবে বিমানটি যুদ্ধবিমান কিনা তা নিশ্চিত করেনি মস্কো। এ বিষয়ে ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। বিবিসি ভেরিফাই সেগুলো বিশ্লেষণ করেছে। এসব ছবিতে সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে অবস্থিত সোলটসি-২ বিমানঘাঁটিতে একটি টুপোলেভ টু-২২ বিমানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

যেসব বিমান শব্দের চেয়ে দ্রুত গতিতে উড়তে পারে তাদেরকে সুপারসনিক বিমান বলা হয়। টুপোলেভ টু-২২ সোভিয়েত ইউনিয়নের প্রথম সুপারসনিক বিমান। ১৯৬২ সালে নির্মিত এই বিমান প্রত্যাশা অনুযায়ী তেমন সফলতা দেখাতে পারেনি।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শনিবার মস্কোর সময় প্রায় ১০টার দিকে ‘কপ্টার-টাইপ ইউএভি’-র মাধ্যমে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে তারা হামলার শিকার স্থানকে ‘নভগোরড অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটি’ হিসাবে উল্লেখ করেছে।

উল্লেখ্য, ধ্বংস হওয়া রাশিয়ার টিইউ-২২ সুপারসনিক বিমানটি মূলত স্নায়ু যুদ্ধকালীন বোমারু বিমান। ইউক্রেন ছাড়াও এই বিমানগুলো চেচনিয়া, জর্জিয়া এবং সিরিয়ার যুদ্ধেও ব্যবহার করা হয়েছে।