খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে রূপসার আনন্দনগর গ্রামে সবজি ক্ষেতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আনন্দনগর ছোটঝিলে এলাকার সরোয়ার শেখের ছেলে মোদাচ্ছের শেখ (৪৭) ও ইকবাল হোসেন শেখ (৩২)।
রুপসা থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে দুই ভাইকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লেকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাত আনুমানিক ১১ টার দিকে বাড়ির পাশে সবজি ক্ষেতে তাদের মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।