সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচ হেরে বেশ চাপেই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সেই হারকে সঙ্গী করেই এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে মাঠে নেমেছিল তারা। এদিন ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ পর্যন্ত কোয়ালিফাই করেছে সৌদি আরবের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন রোনালদো। এমনকি দশম মিনিটেই স্কোরশিটে নাম লেখানোর সুযোগ ছিল তার সামনে। তবে অল্পের জন্য পারেননি পর্তুগিজ উইঙ্গার। তবে তিনি না পারলেও তার দল ব্রাজিলিয়ান তারকা অ্যান্দারসন তালিসকার গোলে এগিয়ে যায় পরের মিনিটে।
তবে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি আল নাসরের। ১৮তম মিনিটে ইয়াহিয়া আল-ঘাসানির গোলে সমতা আনে শাবাব আল-আহলি। প্রথমার্ধের বাকি সময় আর আহামরি কোনো আক্রমণ শানাতে ব্যর্থ হলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতির পরেই ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিল আল নাসর। দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে শাবাব আল-আহলিকে এগিয়ে দেন আল ঘাসানি। তবে এরপর চাপ সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় আল-নাসর। যদিও জালের খোঁজ পেতে তাদের অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৮তম মিনিট পর্যন্ত। সুলতান আল ঘানামের গোলে ম্যাচে সমতায় ফেরে আল নাসর। সেখান থেকেই শুরু। যোগ করা সময়ে আরও একবার হেডে গোল করে রিয়াদের ক্লাবটিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তালিসকা।
ম্যাচের শেষ মুহূর্তে নিজেদের চতুর্থটি গোলটিও পেয়ে যায় আল নাসর। এবার রোনালদোর সহায়তায় গোল করেন ব্রজোভিচ। শেষ পর্যন্ত জয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব নিশ্চিত করেন রোনালদোরা।