মেক্সিকোতে ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৬ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে দেশটির মধ্যাঞ্চলের মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ওয়াক্সাকার প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়, ওক্সাকা ও পুয়েবলা রাজ্যের সীমান্তবর্তী মহাসড়কে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও অভিবাসী বহনকারী বাসটির সংঘর্ষ ঘটে।
সড়ক দুর্ঘটনায় আটজন পুরুষ ও আটজন নারী নিহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পুয়েবলার হাসপাতালে পাঠানো হয়েছে।
বাস ও ট্রেলারটির সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে প্রসিকিউটরের অফিস বলেছে, তারা একজন বিশেষজ্ঞের নেতৃত্বে এ ঘটনার তদন্ত করবে এবং ঠিক কী ঘটেছিল ও কেউ দায়ি কি না, তা শনাক্ত করবে।
ওক্সাকার গভর্নর সালোমন জারা ক্রুজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আমি আহতদের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধানদের নির্দেশ দিয়েছি। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদেরকে আমরা সব ধরনের সহায়তা দেব।’
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেশ সাধারণ ঘটনা। চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হন। এর আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। তার আগে পৃথক দুটি দুর্ঘটনায় ২৫ জন নিহত হন।