চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাঁর স্ত্রী। শনিবার (২ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “বিএনপি মহাসচিব তার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।”
এর আগে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
শায়রুল কবির খান আরো জানান, ঘাড়ের স্নায়ুতে ব্লক-সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য মির্জা ফখরুল সিঙ্গাপুর-এর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর, তার স্ত্রী রাহাত আরা কিছু স্বাস্থ্য জটিলতার জন্য র্যাফেলস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
২০১৫ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। যেখানে তার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি-তে সমস্যা ধরা পড়ে। এরপর থেকে তিনি প্রতি বছর ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন।