পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জাতীয় নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধিনে কাজ করবে। জাতীয় নির্বাচনে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুুত রয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এক সময় এ দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হুলিখেলা চলছিল। পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় তা এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে।
এসময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট এসএমপির কমিশনার ইলিয়াস শরীফ, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে তিনি পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।