একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে শীর্ষে সাকিব। আর মেহেদি মিরাজ একধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে।
শীর্ষে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৩৭২। দুইয়ে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবির পয়েন্ট ৩০২। মানে নবির চেয়ে ৭০ পয়েন্টে এগিয়ে আছেন সাকিব। আর তিন নম্বরে থাকা সিকান্দার রাজার পয়েন্ট ২৮৭।
দীর্ঘ সময় ধরেই ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার সাকিব। মাঝে নিষিদ্ধ হওয়ার কারণে এই স্থানটি দখলে নিয়েছিল নবি। তবে ক্রিকেটে ফিরেই আবার নিজের স্থান দখলে নেন বাংলাদেশ অধিনায়ক।
এদিকে, বাংলাদেশের আরেক স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে আছেন আটে। নতুন র্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে মিরাজের।