কিংবদন্তি পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড টপকে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন নেইমার। নিজ দেশের মাটিতে দর্শকভর্তি স্টেডিয়ামে ঘড়ির কাঁটায় ঠিক ৬১ মিনিটে দারুণ সংঘবদ্ধ এক আক্রমণ থেকে স্কোরশিটে নিজের নাম তোলেন এই সুপারস্টার। এই গোলের মাধ্যমে কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন নেইমার।
যদিও কাতারে বিশ্বকাপের মঞ্চে নেইমারের সুযোগ ছিল ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাওয়ার। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় সেলেসাও বাহিনী। পরে চোটের কারণে দীর্ঘ নয় মাস জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি ৩১ বর্ষী নেইমার। ফিরে আগামী বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করে পেলেকে ছাড়িয়ে গেলেন ব্রাজিলীয় তারকা।
শনিবার সকালে ব্রাজিলের মাঠে বলিভিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় তুলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। নেইমার ও রদ্রিগোর জোড়া সঙ্গে একটি গোল করেন বার্সেলোনা তারকা রাফিনহা।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৬১ ও ৯৩ মিনিটে দুটি গোল করেন নেইমার। তাতে মাইলফলক ছুঁয়েছেন আল হিলাল তারকা। ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতার নাম নেইমার। ভেঙেছেন ৫২ বছর আগে গড়া পেলের রেকর্ড।
ব্রাজিল জার্সিতে ৭৭টি গোল করেছেন পেলে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার সেটি ছুঁয়ে ফেললেও ছাড়িয়ে যেতে অপেক্ষা ছিল। সেই ম্যাচে হেরে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিতে হয়েছিল সেই সময়ের কোচ টিটের দলকে। মাঝে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেললেও চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার।
ব্রাজিল জার্সিতে ৯২ ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন পেলে। প্রয়াত কিংদন্তির রেকর্ড ভাঙতে অবশ্য নেইমারকে খেলতে হল ১২৫ ম্যাচ, গোল এখন ৭৯টি। তালিকার তিনে থাকা রোনাল্ডো নাজারিও ৯৯ ম্যাচে করেছেন ৬২ গোল।
আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০০ ম্যাচে ১২৩ গোল করেছেন সৌদি প্রো লিগে আল নাসেরে খেলা ফরোয়ার্ড। বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ১৭৬ ম্যাচে করেছেন ১০৪ গোল।