লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি এক শরণার্থী শিবিরে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর নতুন সহিংসতায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এই সংঘাতে আহত হয়েছেন আরও কয়েক ডজন। রক্তপাত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় সোমবার ফিলিস্তিনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা শরণার্থী শিবির থেকে পালিয়েছেন।

সোমবার লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত জুলাইয়ের শেষের দিকে লেবাননের আইন আল-হিলওয়েহ শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মূলধারার আন্দোলন ফাতাহ এবং ইসলামপন্থী যোদ্ধাদের মাঝে সংঘাত শুরু হয়। প্রথম দফার ওই সংঘাতে এক ডজনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শরণার্থী শিবিরের কাছে তাদের দু’টি অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। এ সময় লেবাননের পাঁচ সেনা আহত হয়েছেন।

চলমান সংঘর্ষ বন্ধে সোমবার বৈরুতে ফিলিস্তিনি ও লেবানিজ কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত জুলাইয়ে লেবাননের আইন আল-হিলওয়েহ শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মূলধারার আন্দোলন ফাতাহ এবং ইসলামপন্থি যোদ্ধাদের মধ্যে সংঘাত শুরু হয়।

লেবাননে ফিলিস্তিনিদের জন্য মোট ১২টি শরণার্থী শিবির রয়েছে। ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠা হওয়ার পর এসব শিবির গড়ে ওঠে।