বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একাদশে ছিলেন না লিওনেল মেসি। বলিভিয়ার লা পাজ শহরে পৃথিবীর সবচেয়ে উঁচু স্টেডিয়ামে আতিথ্য নেয় আর্জেন্টিনা। এ জয়ের ফলে ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে লাতিন অঞ্চলের বাছাইয়ে দুই ম্যাচের সবকটিতে জেতা আলবিসেলেস্তেদের পয়েন্ট এখন ৬।
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টাইন ফুটবলারদের ওপর চড়াও হয় স্বাগতিকরা। একের পর এক ফাউলের বাশি বাজাতে হয় রেফারিকে। তবে এর মাঝেও আলবিসেলেস্তারা লিড নেয় ৩১ মিনিটে। ডি মারিয়ার অ্যাসিস্টে আর্জেন্টিনাকে এগিয়ে নেন এনজো ফার্নান্দেজ।
৩৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে রবার্তো ফার্নান্দেজ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বলিভিয়া। সুযোগ কাজে লাগায় আর্জেন্টিনা। ৪২ মিনিটে ডি মারিয়ার নেয়া ফ্রি কিক থেকে দারুণ হেডে বিশ্ব চ্যাম্পিয়নদের লিড দ্বিগুণ করেন লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো। এরপর ৮৩ মিনিটে ফরোয়ার্ড নিকোলাস গনসালেস স্কোর শিটে নাম তুললে ৩-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।