ভোটাধিকার বঞ্চিত তরুণদের উজ্জীবিত করতে তারুণ্যের সমাবেশের পর এবার তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। রোববার বগুড়া শহর থেকে শুরু হয়ে নওগাঁ দিয়ে রাজশাহী পর্যন্ত রোডমার্চ কর্মসূচির দ্বিতীয় দিন। এর আগে রংপুর শহর থেকে দিনাজপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
সকাল দশটায় বগুড়ায় রোডমার্চের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া থেকে ১২৯ কিলোমিটার এই পথে কয়েকটি পথসভা হবে। এর আগে একই দাবিতে গতকাল রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ করে সংগঠন তিনটি। এরপর আরও তিনটি বিভাগে একইভাবে রোডমার্চ করার পরিকল্পনা করছে বিএনপি’র এই তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।
জানা গেছে, এরপর সিলেট, খুলনা ও চট্টগ্রামে পালিত হবে এই কর্মসূচি। যা শেষ হবে আগামী শনিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামে কর্মসূচি শেষ করার মাধ্যমে।