চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করতে আগামী অক্টোবর মাসে বেইজিং সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে পুতিন যদি চীন সফরে যান তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেটিই হবে তার প্রথম কোনো বিদেশ সফর। খবর রয়টার্স।

ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর রাশিয়ান নেতার প্রথম বিদেশ সফরে হতে যাচ্ছে চীন।

পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাত্রুশেভ বলেন, রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়। আমরা চীনের সাথে সম্পর্কের প্রগতিশীল উন্নয়ন এবং শক্তিশালীকরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

গত মার্চে রাশিয়া সফর করেছিলেন চীনা প্রেসিডেন্ট। সেসময়ই তিনি রাশিয়ান প্রেসিডেন্টকে চীন সফরের আমন্ত্রণ জানান।

এদিকে, রাশিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী দুই নেতার বৈঠকের আলোচ্যসূচি এখনো নির্ধারিত হয়নি। তবে ইউক্রেন ইস্যু এবং বৈশ্বিক মেরুকরণ আলোচনায় গুরুত্ব পাবে।