মাস কয়েক আগেই বাংলাদেশে এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আবারও সুখবর বাংলাদেশীদের জন্য। বাংলাদেশ সফরে আসছেন আরও একজন বিশ্বকাপজয়ী। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মহাতারকা রোনালদিনহো প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। তবে বাংলাদেশ সফরে রোনালদিনহোর সম্ভাব্য কার্যাবলির বিস্তারিত এখনও জানানো হয়নি।

পিএসজি, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে খেলা রোনালদিনহো আগামী অক্টোবরে ঢাকায় পা রাখতে পারে বলে জানিয়েছে একটি জাতীয় দৈনিক। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে তারা। এই কিংবদন্তির আসার দিনক্ষণ এখনো ঠিক না হলেও ১৫ অক্টোবর তিনি ঢাকায় পা রাখতে পারেন বলে জানিয়েছে তারা।

ফুটবল পায়ে রোনালদিনহোর নান্দনিকতায় মুগ্ধ হয়নি- এমন মানুষের দেখা পাওয়া ভার। শূন্য দশকের শুরু থেকে ফুটবল যখন ধীরে ধীরে যান্ত্রিকতার দিকে এগোচ্ছে, সেখানে এ ব্রাজিলিয়ান তারকা ছিলেন এক ঝলক মুক্ত বাতাস। নিজের সেরা সময়টা খুব বেশি দীর্ঘ না হলেও যে কয়দিন পেরেছেন, দুই পায়ের ছন্দে মাতিয়ে গেছেন ফুটবলপ্রেমীদের।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা নিতান্তই কম না। কিন্তু দক্ষিণ এশিয়ার আয়তনে ক্ষুদ্র এই দেশটিতে কখনো পা রাখা হয়নি বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকার। তবে সে অপেক্ষা ফুরোচ্ছে, প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসতে যাচ্ছেন রোনালদিনহো।

২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ব্রাজিলের ক্লাব গ্র্যামিওর হয়ে ক্যারিয়ার শুরু করেন। এরপর পিএসজিতে খেলেন তিনি। সেখান থেকে বার্সেলোনায় যোগ দেন।

কাতালান ক্লাবটির হয়ে খেলেই বিশ্বসেরা ফুটবলারে পরিণত হন তিনি। তার ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি ফিফা বর্ষসেরার খেতাব। একবার জেতেন ব্যালন ডি’অরও।

ক্লাবপর্যায়ে অসংখ্য শিরোপাজয়ী এই মহাতারকা বিশ্বকাপ ছাড়াও ব্রাজিলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপের শিরোপা। ২০১৮ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।