আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী’র জন্ম ও মৃত্যু দিবস। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা- জশনে জুলুশ। এছাড়া আলোচনা সভা, মিলাদ মাহফিল ও নফল ইবাদতের মধ্যদিয়ে মিলাদুন্নবী পালন করছে ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু দিবস স্মরণে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের করা হয়। কেন্দ্রীয়ভাবে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা শেষে বের করা হয় জশনে জুলুশ। এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।

ধর্মীয় শোভাযাত্রার পাশাপাশি দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় ঢাকা মহানগর নাট্য মঞ্চে। আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারি আয়োজিত এই আলোচনা সভায় ঈদে মিলাদুন্নবী’র তাৎপর্য তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠানের আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য শাজাহান খান বলেন, ধর্মের উপর আঘাতকারী অপশক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া করা হয়।