যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার পর সরকারের মধ্যে ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নিষেধাজ্ঞার ওপর ভর করে নয়, বরং আন্দোলনের মাধ্যমেই বিএনপি ক্ষমতাসীনদের পতন নিশ্চিত করবে বলে জানান তিনি। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক-কর্মচারী সমাবেশে এসব বলেন মির্জা ফখরুল। সমাবেশে বিএনপির নীতিনির্ধারক নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে গেছে।

বিশ্ব শিক্ষক দিবসে চাকরী জাতীয়করণের দাবি এবং শিক্ষক-কর্মচারী নির্যাতন, হয়রানি ও চাকরিচ্যুতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশ  থেকে আসা শিক্ষক, কর্মচারীরা।

এসময় বিএনপির সিনিয়র নেতারা বলেন, ক্ষমতাসীনদের সময় ঘনিয়ে এসেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা  দেন তারা।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার ভয়ে সরকারের মন্ত্রীরা উল্টা-পাল্টা কথা বলছে বলেও জানান তিনি।

ভিসা নিষেধাজ্ঞার উপর নির্ভর না করে সরকার পতনের আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান বিএনপি মহাসচিব।