রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় বাসার ছাদ ‌থে‌কে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়‌টি আত্মহত‌্যা না‌কি কো‌নো দুঘর্টনা তা বল‌তে পার‌ছে না প‌রিবার ও পু‌লিশ।

নিহত শিক্ষার্থীর নাম মীর জাওয়াদ। তি‌নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বাবা জানালেন, ঘটনার দিন রাতে দশ তলা ভবনের ছাদে ওঠে সে। এরপর ওখান থেকে পড়েই তার মৃত্যু হয়। সিসি ক্যামেরার ছবিতে তাকে ছাদ থেকে পড়ে যেতে দেখা গেছে। এ কারণে পরিবারের পক্ষ থেকে কাউকে সন্দেহ করা হচ্ছে না। এই বিষয়ে হাজারীবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।