বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৯৪ সালের ১০ই অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মৃতি ধরে রাখার জন্য বাসভবন চত্বরে নির্মিত সংগ্রহশালাতে প্রতিদিনই আসেন নানা বয়সী মানুষ। শিল্পীর গড়ে তোলা প্রতিষ্ঠান শিশুস্বর্গ ও আর্ট কলেজও বহন করছে নানা স্মৃতিচিহ্ন। এদিকে, বিশ্বখ্যাত এই চিত্রকরের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে সুপারিশ ইউজিসি কর্তৃপক্ষ করেছেন, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সুলতানপ্রেমীরা।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ই অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই শিল্পী। জন্মস্থান নড়াইলে নানা আয়োজনে পালিত হচ্ছে তাঁর মৃত্যুবার্ষিকী।

মৃত্যুর পর শিল্পীর বাসভবনে গড়ে তোলা হয় সুলতান স্মৃতি সংগ্রহশালা ও শিশুস্বর্গ। স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন ধরণের ছবি ও প্রকৃতিঘেরা পরিবেশ সুলতানপ্রেমীদের মুগ্ধ করে সব সময়।

নড়াইলে এস এম সুলতানের নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এতে খুশি স্থানীয়রা। তারা শিল্পীর জন্মভূমি মাছিমদিয় এলাকায় বিশ্ববিদ্যালয়টি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এদিকে, চিত্রা নদীর তীরে এস এম সুলতানের গড়ে তোলা শিশুদের চিত্রকলা শিক্ষার প্রতিষ্ঠান শিশুস্বর্গের উন্নয়নে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। সংস্কার করা হবে শিশুস্বর্গের নৌকা ও ঘাটের।

১৯২৪ সালের ১০ই আগস্ট বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে এস এম সুলতান জন্মগ্রহণ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন এই শিল্পী।