সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ধারাবাহিকতায় ফায়ার সার্ভিসেও সব কিছু ডিজিটাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সংস্থাটিকে আরও কার্যকর করতে নানা আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জামও যুক্ত করা হচ্ছে।বুধবার (১১ই অক্টোবর) সকালে রাজধানীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে ইমার্জেন্সি রেসপন্স কন্ট্রোল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ইআরসিসি ভবনের প্রযুক্তিগত সুবিধা কাজে লাগানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রাথমিকভাবে ২৮টি স্টেশন এই স্মার্ট সার্ভিসের আওতায় আছে। পর্যায়ক্রমে সবগুলো স্টেশনকে এর আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে ৫০৩টি ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। আরও ৩১টি স্টেশন এই মাসেই উদ্বোধনের কথা রয়েছে। মন্ত্রী জানান, দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিসকে ঢেলে সাজানো হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি সম্বলিত সরঞ্জাম আনা হচ্ছে। এজন্য ফায়ার ফাইটারদের দেয়া হচ্ছে অত্যাধুনিক প্রশিক্ষণ।