ইসরাইল ও হামাসের যুদ্ধের মধ্যেই বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) তাঁর ইসরাইলে যাওয়ার কথা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সময় গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, চলমান সংঘাতের চরম সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলে যাচ্ছেন। আগামী বুধবার তাঁর তেল আবিবে পৌঁছানোর কথা।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেনের সফরের মধ্য দিয়ে ইসরাইলের প্রতি মার্কিন প্রশাসনের সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া সফরকালে গাজায় সাধারণ মানুষের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দিতে এবং গাজাবাসীকে নিরাপদে সরে যাওয়ার একটি ‘নিরাপদ পথ’ চালুর বিষয়ে আলোচনা করবেন বাইডেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেন গত চার দিন ধরে মধ্যপ্রাচ্য চষে বেড়াচ্ছেন। এই সফর শেষে সোমবার ইসরাইলে ফিরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন তিনি।
তার এই সফরের উদ্দেশ্য গাজার বেসামরিক নাগরিকদের কীভাবে সর্বোত্তম মানবিক সহায়তা এবং বিদেশি নাগরিকদের চলে যেতে দেওয়া যায় সেই বিষয়ে আরব বিশ্বের চিন্তা-ভাবনা শোনা, জানা এবং আলোচনা করা।