প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের তাদের অধিকার নিজ কর্মদক্ষতা এবং জ্ঞানের মাধ্যমে অর্জন করে নিতে হবে। নারীর উন্নয়ন এবং অধিকার নিশ্চিতে সরকার সব কাজ করছে বলেও জানান তিনি।

গণভবনে আয়োজিত নারী সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী ধানমন্ডিতে নবনির্মিত জয়ীতা টাওয়ার উদ্বোধ করেন । এসময় ছোট বোন শেখ রেহানা সাথে ছিলেন। পরে তারা জামদানী স্টল ঘুরে দেখেন। জায়ীতা উদ্বোধনের পর গণভবনের নারী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী।

সমাবেশে তিনি বলেন বিএনপির জামায়াতের সাথে জোট করে সরকার গঠনের পর নারীদের সব অধিকার বন্ধ করে দিয়েছিলো। আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করেছে। এখন নারীদের সেই অধিকার সুপ্রতিষ্ঠার জন্য সব ধরনের উদ্যোগও নেয়া হয়েছে। দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ যাতে বাধাগ্রস্থ করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

বিএনপির সন্ত্রাসী চেহারা দেশবাসী আজ দেখছে জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন ভোট চোর, লুটেরা, দুর্নীতিবাজরা যেন আর ক্ষমতায় না আসতে পারে। যুদ্ধে নারী এবং শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় তাই বিশ্ব নেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বানও  জানান প্রধানমন্ত্রী।