বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ (মঙ্গলবার) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করে আমির হোসেন আমু এ সব কথা বলেন।

এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।